কলারোয়ায় ফেন্সিডিলসহ যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় ২৯ বোতল ফেনসিডিল সহ এক যুবক আটক হয়েছে। বুধবার বিকালের দিকে ওই যুবককে আটক করা হয় উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্ত থেকে। গতকাল বৃহস্পতিবার মাদরা বিওপির হাবিলদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা উত্তর ভাদিয়ালীর আলী বদ্দির পুকুর পাড় থেকে ২৯ বোতল ফেনসিডিল সহ ওই গ্রামের লেয়াকাত আলীর ছেলে আসাদুজ্জামান আসাদ (৩০)কে আটক করা হয়। পরে আটককৃত আসাদুজ্জামান কে কলারোয়া থানা পুলিশে সপোর্দ করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার সকালে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।