কলারোয়ায় ফেনসিডিলসহ দুই যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলো-উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পুত্র আবির আল মাসুদ (২৩) ও একই গ্রামের আব্দুর রহমানের পুত্র সাইদুর রহমান (২২)। উদ্ধার করা হয়েছে ৫০বোতল ফেনসিডিল। থানা সূত্র জানায়- শুক্রবার বিকাল ৫টার দিকে চন্দনপুর ইটভাটার সামনে থেকে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ৫০ বোতল ফেনসিডেলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকদের বিরুদ্ধে মামলা (নং-০১, তাং-০১/০২/২০১৯ ইং) হয়েছে।