কলারোয়ায় প্রসূতি মায়ের তিনটি পুত্র সন্তান প্রসব
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় এক প্রসূতি মা একসাথে তিনটি পুত্র সন্তান প্রসব করেছেন। মা ও সন্তানরা সুস্থ আছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে কলারোয়ার একটি বেসরকারি ক্লিনিকে এক মায়ের একসাথে ৩টি সন্তান প্রসবের ঘটনা ঘটেছে।
উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের রাশিদুজ্জামানের অন্ত:সত্ত¡া স্ত্রী রেশমা খাতুন সন্তান প্রসবের লক্ষ্যে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের পাশে অবস্থিত ‘কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতালে’ ভর্তি করা হয়। বিকাল ৪টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পরপর ৩টি পুত্র সন্তানের মা হন রেশমা খাতুন। অপারেশন সম্পন্ন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক এবং বেসরকারি ওই হাসপাতালটির পরিচালক ডা.ইসমাইল হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডা. ইসমাইল হোসেন জানান- ‘অপারেশন সফল হয়েছে। মা ও তিন সন্তান সুস্থ আছে। পেশায় রাজমিস্ত্রি রাশিদুজ্জামান তার স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া কামনা করেছেন।