January 11, 2025
আঞ্চলিক

কলারোয়ায় পৌর মেয়রের সংবাদ সম্মেলন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল সকল কাউন্সিলরগণের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গতকাল শুক্রবার বিকেলে পৌরভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মেয়র তাঁর লিখিত বক্তব্যে সাতক্ষীরার ২টি পত্রিকায় প্রকাশিত পৌরসভার ভিজিএফ এর চাল গায়েব শিরোনামের সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে এর প্রতিবাদ জানান।

তিনি উল্লেখ করেন ওই দুটি পত্রিকায় একইদিনে (শুক্রবার) সুষ্ঠুভাবে চাল বিতরণের খবরও ছাপা হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলেন- পৌরসভার দুই কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম ও আলফাজউদ্দীন গত ঈদুল ফিতরে ভিজিএফ এর চাল বিতরণের সময় বিশৃঙ্খলার সৃষ্টি করেছিলেন। কিন্তু আমাদের সততার কারণে তা ব্যর্থ হয়। এবারও সু-পরিকল্পিতভাবে সাজানো লোক নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। প্রকৃত বিধি মোতাবেক নির্দিষ্ট মাপে সকল কার্ডধারীদের মধ্যে সুষ্ঠু ভাবে চাউল বিতরণ করা হয়। কোন অনিয়ম ঘটেনি। ওইদিন তারা প্যানেল মেয়রের রুমের টেবিলও গøাস ভাংচুর করে।

পৌর মেয়র আরও বলেন-বিষয়টি আমরা কলারোয়া থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাবে অবহিত করেছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মন, লুৎফুন্নেছা লুতু, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, এসএম মফিজুল হক, মেজবাহউদ্দীন লিলু, জাহাঙ্গীর হোসেন, আকিমুদ্দীন আকি প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *