December 22, 2024
আঞ্চলিক

কলারোয়ায় পুলিশের তাড়া খেয়ে পালালো তিন মাদক ব্যবসায়ী

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের তাড়া খেয়ে ৫১পিচ ফেনসিডিল ফেলে পালালো ৩ মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটির দিকে ঘটনাটি ঘটেছে-উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামে। শুক্রবার সকালে থানার এসআই রউচ উদ্দীন জানান- বর্তমান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল-গীয়াস উপজেলাকে মাদক মুক্ত ঘোষনা করতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে ওই এলাকা দিয়ে কয়েকজন চোরাচালানী মাদক নিয়ে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করতেই মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিত টের পেয়ে একটি পলিথিনে মোড়ানো বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় তল্লাশী করে ২৫ হাজার ৫ শ টাকা মূল্যের ৫১পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল-গীয়াস জানান- মাদরা গ্রামের আশরাফুল ইসলাম মিন্টুর বাড়ীর ওঠান থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় ৩ মাদক ব্যবসায়ীর নামে মামলা হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *