কলারোয়ায় নারী নির্যাতন মামলার আসামি আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় একরামুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার দেয়াড়া গ্রামের মৃত আইনুল হক ওরফে মোহাম্মদ আলীর ছেলে। গতকাল বৃহষ্পতিবার ভোররাতে খোরদো ক্যাম্পের পুলিশ তার বাড়ি থেকে আটক করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একরামুল হাসানকে তার বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় (নারীও শিশু-৯৫১/১৭) আদালতের ওয়ারেন্ট রয়েছে। সকালে তাকে সাতক্ষীরায় আদালতে প্রেরণ করা হয়।