কলারোয়ায় দুই ভাটা মালিককে অর্থদণ্ড
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় মোবাইল কোর্টে দুই ইটভাটা মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন। তিনি জানান-ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন)আইন-২০১৩ অনুযায়ী উপজেলার এনবিআর বিক্স এর ব্যবহৃত মাটি পাকা রাস্তায় ফেলে কাদা করে জনসাধারণের ভোগান্তির অভিযোগের ভিত্তিতে ওই ইট ভাটায় ৫০ হাজার ও উপজেলার মেসার্স দমদম বিক্স এর ব্যবহৃত মাটি পাকা রাস্তায় ফেলে কাদা করে জনসাধারণের ভোগান্তির একই অভিযোগের ভিত্তিতে ওই ইট ভাটায় ৭০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
একই সাথে রাস্তায় কোদাল দিয়ে মাটি কেটে ও পানি ঢেলে পরিস্কার করানো হয়েছে। এদিকে এমন একটি মহৎ কাজের জন্য উপজেলাবাসী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন কে অভিনন্দন জানিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন কলারোয়া থানা পুলিশ ও বেঞ্চসহকারী মাকসুদুর রহমান প্রমুখ।