January 16, 2025
আঞ্চলিক

কলারোয়ায় দলিত পরিষদের কমিটি গঠন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) পুর্নগঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে প্রোমোটিং রাইটস অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপলস প্রজেক্ট এর আওতায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ দলিত পরিষদের কলারোয়া উপজেলা শাখার সভাপতি জয়দেব দাসের সভাপতিত্¦ে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন- বাংলাদেশ দলিত পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গৌরপদ দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন-প্রদীপ প্রকল্প পরিত্রানের প্রোগ্রাম অফিসার উজ্জল দাস, কলারোয়া উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ^াস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-পরিত্রানের প্রদীপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আল আমিন। আলোচনা সভা শেষে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হলেন-জয়দেব দাস (জয়), সহ-সভাপতি আনন্দ সরকার, সিবাষ্টিন মিত্র, মহিলা স-সভাপতি সর্মিলা রায়, সাধারণ সম্পাদক পরিতোষ বিশ^াস, সহ-সাধারণ সম্পাদক অরুন বিশ^াস, সহ-সাধারণ সম্পাদক উত্তম দাস, কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক রণজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাম প্রসাধ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক রণজিৎ দাস, প্রচার সম্পাদক সন্তোষ সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা কল্যাণী দাস, সমাজ কল্যাণ সম্পাদক সনজিত দাস, দপ্তর সম্পাদক সুজিত কুমার দাস সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *