কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে একই পরিবারের ৬জন জখম
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক হামলা সংঘর্ষে একই পরিবারের ৬জন আহত হয়েছে। এর মধ্যে ৩জনকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বড় রাজনগর গ্রামে। আহতরা হলেন-ওই গ্রামের হাজী আবুল কালামের ছেলে মারুফ হোসেন (২৮), তার স্ত্রী রিমা আক্তার (২২), মারুফ হোসেনের পিতা- হাজী আবুল কালাম আজাদ (৭০), সুজন হোসেন (২০). রকি (২২) ও শামিমা খাতুন (১৭)। জানা গেছে- প্রতিবেশি ডালিম হোসেন, মোখলেছুর রহমান ওরফে মুকুল, শফিকুল ইসলাম দলবদ্ধ হয়ে পূর্ব শত্রæতার জের ধরে মারুফ হোসেকে একা পেয়ে সমজিদের সামনে তর্কতর্কি করে। পরে তারা বাড়ীতে চলে আসে। এর মধ্যে ডালিম হোসেন দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে মারুফ হোসেনের বাড়ীতে এসে হামলা করে বসত বাড়ী ঘর ভাংচুর করে তাদের পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এঘটনায় শনিবার কলারোয়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।