কলারোয়ায় জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় জেলেদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য দপ্তরের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয় ওই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মৎস্যআহরণ পেশায় নিয়োজিত ২২শত ৩৮জন প্রান্তিক জেলেদের মাঝে মাথাপ্রতি ৫কেজি চাল, ১লিটার তেল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি টোসবিস্কুট, ১ডজন (ম্যাচ), ১কেজি লবন, ৫’শ গ্রাম মুড়ি, ১কেজি চিড়ি, ১ডজন মোমবাতি বিতরণ করা হয়। এই প্রথম অবহেলিত জেলেরা সরকার প্রদত্ত এরূপ খাদ্য সামগ্রি বিতরণ করায় সরকারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছে জেলেরা।
খাদ্য সামগ্রি বিতরণকালে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবিন্দ্রনাথ মন্ডল, কৃষি অফিসার মহাসীন আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিমল কৃষ্ণ পোদ্দার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আবুল কাশেম ও মনিরুজ্জামান, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংশ্লিষ্ট জেলেরা।