কলারোয়ায় জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় হতদরিদ্র অসহায় মানুষের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বুধবার বিকাল ৫টায় কলারোয়ায় তার নিজস্ব অফিসে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে উক্ত চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, যুবলীগ নেতা স.ম গোলাম সরোয়ার, শেখ মিঠু প্রমুখ। সাতক্ষীরা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন কলরোয়ায় হতদরিদ্র সালেহা খাতুন, আনোয়ারা বেগম, আব্দুল খালেক, মমতাজ বেগমসহ ৭টি পারিবারের মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করেন।