কলারোয়ায় জীবন বীমা কর্পোরেশনে দুর্নীতির তদন্তে দুদকের অভিযান
কলারোয়া প্রতিনিধি
কলারোয়ায় জীবন বীমা কর্পোরেশনের গ্রহকদের ৬লাখ টাকা দুর্নীতি তদন্তে আসলেন দুদকের ৩ সদস্য বিশিষ্ট একটি টিম। গতকাল সোমবার বেলা ২টার দিকে তারা কলারোয়া বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন জীবণ বীমা কর্পোরেশনের ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত বীমা ইনচার্জ হাফিজুর রহমানকে তারা সাথে নিয়ে ঘটনা স্থান উপজেলার পাঁচনল গ্রামে যান। সেখানে হয়রানী শিকার অসহায় ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ গ্রহন করেন। পরে কলারোয়া জীবণ বীমা কর্পোরেশনের ইনচার্জ হাফিজুর রহমান নিজে তার দোষ শিকার করে নেয়ায় এবং গ্রহকদের আতœসাতের সুমদয় টাকা আগামী ১৫ দিনে মধ্যে ফেরত দেয়ার কথা শিকার করেন।
এসময় দুদকের খুলনা উপ-সহকারী পরিচালক মোহাম্মাদ ফয়সাল কাদের উদ্ধতন কর্মকাতাদের সাথে কথা বলে মোচেলিকা নিয়ে ছেড়ে দেন। অভিযানে উপস্থিত ছিলেন-খুলনা দুদুকের সহকারী পরিদর্শক শ্যামল চন্দ্র শেন, মনিরুজ্জামান ও কলারোয়া থানায় এসআই সুবীর কুমার ঘোষ।