কলারোয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় এইচএসসি (বিএম) কোর্স থেকে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার রিফাত কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলার রিফাত কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মো: ইকবাল কবির (ওমর স্যার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী সুরাইয়া খাতুন ও শারমিন সুলতানাকে সংবর্ধনা দেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার নিজস্ব সংবাদদাতা জুলফিকার আলী প্রমুখ।