কলারোয়ায় জায়গা জমি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের অভিযোগ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় জায়গা জমি নিয়ে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার সকালে ওই সংবাদ সম্মেলনটি করেন কলারোয়া প্রেস ক্লাবে।
উপজেলার সিংহলাল গ্রামের কৃষক শহিদুল ইসলাম মোড়ল লিখিত বক্তব্য বলেন- তারা ৩ ভাই পিতার আমল থেকে জায়গা জমি ভাগবাটোয়ারা করে বসত বাড়ী ঘর করে ভোগ দখল করে আসছেন। হঠাৎ তার বড় ভাই রুস্তম মোড়ল গোপনে কাউকে কিছু না জানিয়ে শহিদুল মোড়লের দখলকৃত ৩ শতক জমি তার স্ত্রীর নামে লিখে দেন। কিছু দিন পরে বিষয়টি জানতে পেরে কৃষক শহিদুল ইসলাম মোড়ল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দর মাধ্যমে এক শালিসের বৈঠাকে বসেন। সেখানে কৃষক শহিদুল ইসলামের পক্ষে রায় দেন নেতৃবৃন্দ। পরে এ সিদ্ধান্ত না মেনে রুস্তম মোড়ল সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারা মতে একটি পিটিশন মামলা দায়ের করেন। থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে কৃষক শহিদুল ইসলামের পক্ষে রিপোর্ট দেন। এদিকে কোন কিছুতে তার পক্ষে না যাওয়ায় রুস্তম মোড়ল শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবে কৃষক শহিদুল ইসলামকে হয়রানী করার জন্য একটি মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে রুস্তম আলী ৮৩৯ দাগে ২৯ খতিয়ানে জমি খরিদ সূত্রে প্রাপ্তের কথা উল্লেখ করেছেন।
কিন্তু ওই দাগের জমিতে কৃষক শহিদুল ইসলামের বসত বাড়ী ঘর রয়েছে দীর্ঘ ৩৫/৪০ বছর ধরে। সম্পূর্ন হয়রানী করার জন্য রুস্তম আলী এধরনের কাল্পনিক ও ভিভ্রান্তকর এবং ষড়যন্ত্র মুলক কথাবার্তা এলাকায় ছড়িয়েছে বেড়াচ্ছে। তিনি উক্ত প্রকাশিত সংবাদটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।