কলারোয়ায় জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় জাতীয় কৃষক সমিতি কৃষকের জীবনমানের উন্নয়নে ৫ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করেছে। সংগঠনের উপজেলা শাখা আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
উপজেলা পরিষদ তোরণ লাগোয়া যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা কৃষকের জীবনমানের উন্নয়নে উৎপাদিত ফসলের লাভজনক মূল্য প্রদান এবং বীজ, সার, বিদ্যুৎসহ কৃষি উপকরণের ভর্তুকি আরও বাড়ানোর দাবি জানান। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, মাস্টার প্রদীপ কুমার পাল, পূর্ণেন্দু কুমার, আবু হায়াত বাবু, শাহিনুর ইসলাম প্রমুখ।