কলারোয়ায় জমিজমা নিয়ে সংঘর্ষে জখম ৯
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক হামলা-সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ৯ জন জখম হয়েছে। এদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে জমিজমা নিয়ে কথাকাটাকাটি নিয়ে এক সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে শাহিন হোসেন (৪০), সাগর হোসেন (২৮), ভুট্টো (২৮) ও ১৪ জুন শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হেলাতলার গণপতিপুর গ্রামে টয়লেট পরিস্কার নিয়ে এক সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে শহিদুল ইসলাম (৩৫), জামাল উদ্দীন (৩৮), শামিম হোসেন (২১), শাহাজান আলী (২৫), ইমরান হোসেন (১৯) ও আফসানা খাতুন (২২) আহত হয়েছে। এদের সকলকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস জানান- মারামারির ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।