কলারোয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই জখম
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার তারাবি নামাজের পর রাত ১০টার দিকে বলিয়ানপুর গ্রামের মরহুম আমির চাঁদের দুই ছেলে আরশাদ ও মনজু তাদের নিজ বাড়ির নারিকেল গাছ দখল করাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে ছোট ভাই মন্জু তার বড় ভাই আরশাদকে বেদম প্রহার করে। এতে আরশাদের মাথায়, চোয়ালে ও বাম পায়ে হাটুর নীচে যখম প্রাপ্ত হয় এবং মুখ থেকে দুটি দাঁত ভেঙ্গে পড়ে যায়। এসময় ঠেকাতে আসলে বড় ভাবী রেনজুয়ারাও মারপিটের শিকার হন। গুরুতর আহত আরশাদকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ভূক্তভোগিরা কলারোয়া থানায় অভিযোগ দিয়েছে।