কলারোয়ায় ছেলের হাতে পিতাসহ জখম ৩
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় জমি ভাগবাটোয়ারে নিয়ে ৮০বছরের বৃদ্ধ পিতাকে পিটালেন এক ছেলে। আহত ওই বৃদ্ধকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১টার দিকে উপজেলার বদ্দিপুর গ্রামে। জানা গেছে- উপজেলার বদ্দিপুর গ্রামের বৃদ্ধ আয়ছোদ্দী সরদার (৮০) এর জমি তার ছেলেরা ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। এ নিয়ে বৃদ্ধ পিতার সাথে কথা হয় ছেলে এরশাদ আলীর। কথাকাটাকাটির এক পর্যায়ে ছেলে এরশাদ আলী ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ পিতা আয়ছোদ্দীকে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। বাধা দিতে গিয়ে মমতাজ বেগম, রিপন, সুমন, ফিরোজা খাতুন ও অমেলা খাতুনের হাতে জখম হন আব্বাস সরদার (৪০) ও শাহিদা খাতুন (৩০)। আহতদের এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেছে।