কলারোয়ায় ছেলের নির্যাতনে মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় ছেলের নির্যাতনে স্বীকার হয়ে এক মা বিষপানে আতœহত্যার চেষ্টা চালিয়েছে। বর্তমানে ওই মা কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে-উপজেলার ছলিমপুর গ্রামে। শনিবার বিকালে কলারোয়া হাসপাতালে গেলে এমন তথ্য পাওয়া যায়। জানা গেছে- শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার ছলিমপুর গ্রামের আঃ হাই এর ছেলে ইসমাইল হোসেন তার স্ত্রী আমেনা খাতুনকে বাড়ীতে ফেলে বেধড়ক মারপিট করে। ডাকচিৎকারে তার শ্বাশুড়ী নুরনেছা বেগম (৪০) এগিয়ে গিয়ে ছেলের হাত থেকে বৌ-মাকে বাচানোর চেষ্টা করে। এসময় ছেলে ক্ষিপ্ত হয়ে বৌকে ছেড়ে দিয়ে তার মাকে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত করে। পরে রাগে পড়ে ছেলের উপর অভিমান করে নুরনেছা বেগম তার বাড়ীতে থাকা ধানের পোকা মারা বিষ পান করে আতœহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে।