January 4, 2025
আঞ্চলিক

কলারোয়ায় চাষীদের মধ্যে মাছের খাদ্যে ও প্রদর্শনীয় সাইনবোর্ড বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় তেলাপিয়া মাছ চাষীদের মধ্যে খাদ্যে উপকরণ ও প্রদর্শনীয় সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার হেলাতলা বিথী সায়েন্টিফিক হ্যাচারী এন্ড ফিশারিজ অফিসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাছ চাষীদের উদ্দেশ্যে বক্তব্য দেন-কলারোয়া উপজেলা মৎস্য অফিসের সহকারী মৎস অফিসার শরিফুল ইসলাম ও হেলাতলা বিথী সায়েন্টিফিক হ্যাচারী এন্ড ফিশারিজ এর পরিচালক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- তেলাপিয়া মাছ চাষী  সাহাবুবার, ইশারুল, আকিজুল, নাছির হোসেন, ময়না, লাভলু, রেজাউল, আলম, সালাম, কুদ্দুসসহ এলাকার ৩৬জন চাষী। আলোচনা সভা শেষে প্রত্যেক চাষীর মধ্যে মাছের খাদ্যে ও প্রদর্শনীয় সাইনবোর্ড বিতরণ করা হয়। উল্লেখ্য-এ মাছের খাদ্যে বিতরণের আয়োজন করেন-বিথী সায়েন্টিফিক হ্যাচারী এন্ড ফিশারিজ  এবং কারিগরি সহায়তা করেন-ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন এ্যক্ট্রিডিটি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *