December 26, 2024
আঞ্চলিক

কলারোয়ায় চাঁদার দাবীতে মুদি দোকানে হামলা : মারপিট

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় ৫০ হাজার টাকা চাঁদার দাবীতে এক মুদি ব্যবসায়ীর দোকানের হামলা। ব্যবসায়ীকে মারপিট করে ক্যাশ বাক্স থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় রোববার সকালে ওই বাজারের সাধারণ ব্যবসায়ীরা সন্ত্রাসীদের আটকের দাবী জানিয়ে এক প্রতিবাদ সভা করেছে।
ঘটনাটি ঘটেছে- গত ১১ জানুয়ারী বুধবার রাত ৯টার দিকে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বেলেডাঙ্গা বাজারে। অভিযোগ সূত্রে জানা গেছে- উপজেলার বাকসা গ্রামের মৃত শেখ সুবানের ছেলে শেখ ইমান হোসেন দীর্ঘ দিন ধরে বেলেডাঙ্গা বাজারে মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। গত বুধবার রাতে ওই এলাকার চাঁদাবাজ কবির হোসেন, শহিদুল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দলবদ্ধ হয়ে ব্যবসায়ী শেখ ইমান হোসেনের দোকানে আসে। তারা এসময় ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অপরগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারপির করে দোকানের ক্যাশ বক্স থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা দোকানে তালা ঝুলিয়ে দিলে বাকী টাকা ৭২ ঘন্টার মধ্যে পৌছে দিতে হুমকি প্রদর্শন করে চলে যায়। এঘটনায় কলারোয়ায় থানায় একটি অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত ইমান হোসেন। এবিষয়ে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল সাংবাদিকদের জানান-তার দপ্তরে এধরনের একটি অভিযোগ এসেছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে থানায় অভিযোগ দিতে বলেছেন। এদিকে ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেলিম রেজা, ওয়ার্ড আ.লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আঃ রহিম, আনছার ভিডিপি সদস্য ও আ.লীগনেতা শফিকুল ইসলাম জানান- খবর পেয়ে তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দোকান দেখেতে গিয়েছেন। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান- তিনি শুনেছেন গত ৩দিন ধরে তালা বদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ব্যবসায়ী ইমান হোসেনের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমান হোসেন সাংবাদিকদের জানান-সন্ত্রাসীদের অব্যহত হুমকিতে তিনি বাজারে যেতে পারছেন না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *