কলারোয়ায় কৃষক পরিবারে ৪ সদস্যকে পিটিয়ে জখম
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় জমি জমা সংক্রান্তের জের ধরে এক কৃষক পরিবারে ৪ সদস্যকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে- রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামে। জানা গেছে- উপজেলার শাকদহ গ্রামের নিরহ কৃষক আ: সবুর খানের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষ জিন্নাত খানের সহিত বিরোধ চলে আসছে।
এরই জের ধরে রোববার সকাল ৯টার দিকে জিন্নাত খান, মহাসিন খান, ইমুন খান, পারুল খাতুনসহ ১০/১২ দলবেধে তাদের বাড়ীতে এসে গালি গালাজ শুরু করে। এতে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে আ: সবুর খান (৫০), তহমেনা খাতুন (২৩), রাব্বি খান (২০) ও সাঈদ খান (২৫) কে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা কলারোয়া হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।