কলারোয়ায় কার্প-গলদা মিশ্র চাষের ফলাফল প্রদর্শন বিষয়ক মাঠ দিবস
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পেইজ প্রকল্পের আওতায় ‘উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প ও অনুশীলনের আলোকে কার্প-গলদা মিশ্র চাষের ফলাফল প্রদর্শন বিষয়ক চাষীদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলার বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আব্দুল হামিদের সভাপতিত্বে সার্বিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর প্রকল্প এনজিএফ বাবু কুমার রায়ের সার্বিক পরিচালনায় উত্তম মৎস্য চাষ সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলোচনা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রতিনিধিদের সহযোগিতা ও করণীয় বিষয়ে আলোচনা রেখে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউপি সদস্য নাজমা পারভীন। সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর পেইজ প্রকল্প, এনজিএফ জিএম ফারুক হোসেনের সার্বিক ব্যাবস্থাপনায় ডেমো চাষীর সাফল্যগাঁথা উপস্থাপন ও খামারে মিশ্র চাষের ফলাফল প্রদর্শন করে মাষ্টার আবু তালেব বলেন, উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষ করে সাফল্যের ছোয়া পেয়েছি বর্তমান এ পদ্ধতিতে চাষ করে কার্প-গলদা সহ সাদা মাছের ওজন বৃদ্ধি পেয়েছে এবং আগে উন্নত মাছের পোনা শনাক্ত করতে পারতামনা কিন্তু এই নওয়াবেঁকীর বাস্তবায়নে আজ চাষে সাফল্য পেয়েছি এটাই আমার কর্মসংস্থান সৃষ্টি করেছে। অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও মতবিনিময় করে উপস্থিত ছিলেন সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জিকা বৈদ্য, খামার প্রদর্শনী আব্দুর রহমান, কামরুল ইসলাম, লিড ফার্মার, চাষীসহ ফ্যাসিলিটেটর ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।