কলারোয়ায় ওয়ার্ড আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনোত্তর কলারোয়ায় ওয়ার্ড আ.লীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে উত্তর দিগং মোড়ে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।
হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধার সম্পাদক প্রভাষক আরিজুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রামপ্রসাদ দত্ত, হেলাতলা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আব্দুল মাজেদ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক আজগর আলী বিশ্বাস, আ.লীগ নেতা ডা.ফজলুর রহমান, ইউপি সদস্য মোখলেছুর রহমান, আ.লীগ নেতা ইউনুচ আলী সহ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ফিরোজ আহম্মেদ স্বপনকে বিজয়ী করার আহবান জানান।