কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় আবু সাঈদ (২৩) নামে এক যুবক আটক হয়েছে। সে উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- রোববার ভোর রাতে এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবু সাঈদকে তার বাড়ী থেকে আটক করে। তার বিরুদ্ধে জিআর-৩৩/১৪, এসটিসি-২৭১/১৫ মামলায় ওয়ারেন্ট রয়েছে। রোববার দুপুরের দিকে আবু সাঈদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।