December 23, 2024
আঞ্চলিক

কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীসহ দু’বোনকে পিটিয়ে জখম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীসহ দু’বোনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার সকালে উপজেলার কামারালি গ্রামের মৃত ফটিক বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান এ অভিযোগ করেন। তিনি বলেন- জমিজমা নিয়ে রামভদ্রপুর মৌজার ২১০ নং খতিয়ানে ৬৫৭,৬৬০ নং দাগে ২২ শতক জমি রয়েছে।
এই জমিতে তারা বসত বাড়ী ঘর করে র্দীঘ দিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। এই জমির উপর কু-নজর পড়ে একই এলাকার আরিজুল দেওয়ান, রফিকুল দেওয়ান, সিরাজুল ইসলামের। তারা বিভিন্ন সময় বাড়ী ঘর উচ্ছেদের পায়তারা করে আসছে।
গত শনিবার সকালে কোন কারণ ছাড়াই আরিজুল দেওয়ান তাদের বাড়ীতে এসে অশ্লীলন ভাষায় গালিগালাজ করে। এতে প্রতিবাদ করাতে হাবিবুর রহমান (৪৭) কে তারা ধরে মারপিট করে আহত করে। পরে তার কন্যা শারমিন খাতুন (১২) সহ প্রতিবেশী এসএসসি পরীক্ষার্থী শামিমা খাতুন (১৭) এগিয়ে আসলে তাদেরও ধরে আরিজুল দেওয়ান, রফিকুল দেওয়ান, সিরাজুল ইসলাম এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তারা উদ্ধার হয়ে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *