কলারোয়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে শেখ আজমল সুপার মার্কেট, কলারোয়া বাজারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৭৩তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এনআরবিসি ব্যাংকের পরিচালক ড. নুরুন নবী। বিশেষ অতিথি ছিলেন-বীর মুক্তিযোদ্ধা এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আবু মোহাম্মদ সাইদুর রহমান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল গিয়াস, কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান।