কলারোয়ায় উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ার হাজী নাছির উদ্দীন ডিগ্রী কলেজের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ও ভাইস চেয়ারম্যানদ্বয় কাজী আসাদুজ্জামান শাহাজাদা ও সাহানাজ নাজনীন খুকুকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রোববার সকালে কলারোয়া আ.লীগের অস্থায়ী অফিসে হাজী নাছির উদ্দীন ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, হাজী নাছির উদ্দীন ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম, হারুন অর রশিদ বকুল, আবুল বাশার, আব্দুস সবুর, শিক্ষক আল মামুন, নুুরুজ্জামান, রবিউল ইসলাম, সঞ্চয় কুমার, উম্মে কুলসুম, সাবিনা সুলতানা প্রমুখ।