কলারোয়ায় ইয়াবা ও গাজাসহ আটক ১
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী কাজী শাহনাজ (৩২)কে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১শ’২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১শ’৪ গ্রাম গাজা উদ্ধার করা হয়। রোববার দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন-ভোর রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে থানার এসআই মোঃ নাজিম উদ্দিন, এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ আলাউদ্দিনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন মুরারিকাঠি উত্তর পাড়ার কাজী পাড়া সাকিনস্থ জনৈক মোঃ কাজী লিটনের পশ্চিম দোয়ারী পাকা বাড়ীর সামনের সংযুক্ত খোলা ঘর হইতে তাকে আটকসহ উক্ত মাদক দ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত কাজী শাহনাজের বিরুদ্ধে ৩৬(১) এর ১০(ক)/৩৬(১) এর ১৯(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় কলারোয়া থানায় একটি মামলা নং-২০(০৩)১৯ দায়ের হয়েছে।