কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম (২০) নামে যুবককে আটক করেছে থানা পুলিশ। সে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটা গ্রামের কিতাব শেখের ছেলে। গতকাল সোমবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- জাহিদুল ২০পিচ ইয়াবা ট্যাবলেট নিয়ে কোটার ইলিশপুর বাজারস্থ জনৈক ইবাদুলের চায়ের দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় পুলিশ তাকে আটক করে। এ বিষয়ে কলারোয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা নং-২২(৪)১৯ দায়ের হয়েছে। অপর এক অভিযানে গ্রেফতারী পরোয়ানা থাকায় মিঠু(৪৫)ক তার বাড়ী থেকে সোমবার ভোররাতে আটক করা হয়। সে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দিন মোড়লের ছেলে।