কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক কে আটক করেছে থানা পুলিশ। আটক শেখ আবু সাঈদ (৩৪) উপজেলার হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ি গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে পৌরসদরের ইউরেকা ফুয়েল পাম্প এলাকা থেকে ২০ পিচ ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে।
থানা সূত্র জানায়, পুলিশের একটি টিম ওই সময় পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়কের পার্শ্বে ইউরেকা পেট্রোল পাম্পের বিপরীতে টু-স্টার কার ওয়াস সার্ভিসিং এর সামনে থেকে শেখ আবু সাইদকে ২০পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান- আসামীর বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-০১(৩)১৯ রুজু করা হয়।