কলারোয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার দামোদরকাটি গ্রাম হতে কাঁকডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (২৫) ও একই গ্রামের কবিরুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম (১৯)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ রবিউল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আসামীদের বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-৫(৮)১৯ হওয়ায় সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।