কলারোয়ায় ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মাসিক সভা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় ‘ঘরবাড়ি তৈরির কারিগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আলিয়া মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কমিটির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য দেন- সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, জামাত আলী, সাধারণ সম্পাদক কুরবান আলী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ-বিষয়ক সম্পাদক রুহুল আমীন, ধর্ম-বিষয়ক সম্পাদক হাতেম আলী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক অজেদ আলী সরদার, কার্যকারী সদস্য আব্দুল গফ্ফার, রফিকুল ইসলাম, ভৈরব পদ বিশ্বাস। এ ছাড়া কমিটির উপদেষ্টা আব্দুল গফুর খোকন, আব্দুল আজিজ সরদার ও আবুল হোসেন।