কলারোয়ায় ইজিবাইক মালিক-শ্রমিক সমিতি উদ্বোধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইজিবাইক মালিক-শ্রমিক সমিতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তিনি শনিবার বিকেলে কলারোয়া সরকারী কলেজ বাস ষ্টান্ডে কলারোয়া টু কেড়াগাছি রুটের ইজিবাইক চলাচলের আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিউল আযম শফি, আ.লীগ নেতা জিকরিয়া, উপজেলায় ইজিবাইক মালিক-শ্রমিক সমিতি নেতা খন্দকার বাবলু, লাল্টু হোসেন, রেজাউল ইসলাম, ফিরোজ আহম্মেদ, কবির হোসেন, আসাদ আহম্মেদ, রাজু আহম্মেদ, সাইফুল ইসলাম, শ্রী গঙ্গামনি বিশ^াস, শ্রী গৌতম নন্দী, রফিকুল ইসলাম, কাজী আশিকুর রহমান, সেলিম গাজী, জাহাঙ্গীর হোসেন, মোশাররফ হোসেন, সাগর হোসেন, শাহিন হোসেন সহ উপজেলার সকল ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।