কলারোয়ায় ইউনিয়ন ভিত্তিক প্রাক-বাজেট কর্মশালা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের ইউনিয়ন ভিত্তিক প্রাক-বাজেট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোরবার দুপুরে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল হামিদ, ইউপি সদস্য ফেরদৌস আরা, মনিরা খাতুন, সাহিদা খাতুন, আনিছুর রহমান, শরিফুদ্দৌলা শরিফ, নুর হোসেন, শফিকুল ইসলাম, কামরুজ্জামান, মইফুল ইসলাম, শাফিজুল ইসলাম, মিজানুর রহমান, আবুতাহের, উদ্যোক্তা আমিরুল ইসলাম, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী অক্ষয় কুমার সরকার, প্রোগ্রাম অফিসার মোজাহারুল ইসলাম, প্রোগ্রাম ফ্যাসেলিটিটেটর নাজমুল হক প্রমুখ।