কলারোয়ায় আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে গ্রাম পুলিশের ব্রিফিং
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলাব্যাপি শান্তিশৃংখলা সমুন্নত রাখতে গ্রামপুলিশদের নিদের্শনা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। শুক্রবার সকালে থানা চত্বরে গ্রামপুলিশদের এক ব্রিফিং অনুষ্ঠানে উপজেলার সকল দূর্গামন্ডপে ও আশপাশের এলাকায় সার্বিক শান্তি রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বলেন-শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নিজ নিজ এলাকায় আইনশৃংঙ্খলা রক্ষার্থে সজাগ থাকতে হবে।
সন্দেহজনক কাউকে দেখলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করতে হবে। ব্রিফিংকালে উপজেলার সকল ইউনিয়নের গ্রামপুলিশের পাশাপাশি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. রাজিব হোসেন, সেকেন্ড অফিসার রাজ কিশোরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আগামি ৪ অক্টোবর থেকে দূর্গাপূজা উৎসব শুরু হওয়ার কথা রয়েছে। এবার পৌরসদর ও উপজেলার ১২টি ইউনিয়নের ৪২টি পূজা মন্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।