কলারোয়ায় আগামী পৌরসভা নির্বাচন ও উন্নয়ন উপলক্ষ্যে মতবিনিময় সভা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা কলারোয়া পৌরসভা এলাকার সার্বিক উন্নয়নে ও আগামি পৌর নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই সভায় পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের আ.লীগের নেতাকর্মীদের পাশাপাশি সুশিল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।
সভায় উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক ও আগামি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সহ.সভাপতি সম মোরশেদ আলী ভিপি, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন শামিম, আ.লীগ নেতা শফিউল আলম শফি, অধ্যাপক আব্দুর রহিম, ডা. আমানুল্লাহ আমান, বাবু স্বপন কুমার, নাসির উদ্দিন, জাকারিয়া হোসেন, ডা.দ্বীন আলী, ডা.মনিরুল, মোল্যা মনির, মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম, ডা.আনসার আলী, শরিফুজ্জামান উজ্জ্বল, প্রভাষক রমজান আলী, সাবেক ছাত্রনেতা মুকুল হোসেন, শহীদুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের জনসাধারণ ও আ.লীগ নেতাকর্মীরা আগামী পৌরসভা নির্বাচনে মজনু চৌধুরীকে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত।