December 29, 2024
আঞ্চলিক

কলারোয়ায় অবহেলিত ঝিকরার গুচ্ছ গ্রামের রাস্তা সংস্কারের উদ্বোধন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় দীর্ঘ দিন পর অবহেলিত ঝিকরা গুচ্ছ গ্রামের রাস্তাটি সংস্কারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ রাস্তাটির উদ্বোধন করেন পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-ঠিকাদার এমএ রব শাহিন, কলারোয়া লাকি ফিসের প্রোপাইটার আশারাফ আলী, পৌরসভার ওয়ার্ক এ্যাসিসটেন্ট সহকারী ইমরান হোসেন, মাওলানা আব্দুল মান্নান, আলহাজ¦ শহিদুল ইসলাম, ডাক্তার দীন আলী, শিক্ষক শের আলী, নেয়াতম আলী মোড়ল, শাহিন হোসেন, আ: গফুর, বদরুল ইসলাম, জয়নুদ্দিন বিশ^াস, মুজিদ, আব্দুল বারী, আ: কাদের, আক্তারুল ইসলাম, আশানুর রহমান, আবুল কাশেম, সাদিয়া আক্তার আল্পনা, মাওলনা মকবুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন-মাওলানা আব্দুল মান্নান।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে পৌর সদরের ঝিকরার গুচ্ছ গ্রামের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। ৪নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলুর সার্বিক সহযোগিতায় ওই রোড়ের লাকি ফিসের সামনে থেকে আহাদের বাড়ী পর্যন্ত ১২শ মিটার রাস্তা নতুন করে পাকা (কারপিটিং) রাস্তার টেন্ডার হয়। এ উপলক্ষে বুধবার সকালে এলাকার জনসাধারনের উপস্থিততে এ রাস্তাটির মাটি কেটে পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু শুভ উদ্বোধন ঘোষনা করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *