কলারোয়ায় অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষক-কর্মচারীদের চেক বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় অবসরপ্রাপ্ত এবং মৃত্যুবরণকারী শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ওই চেক বিতরণ করেন। এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় মাধ্যমিক শিক্ষক সমিতি অফিসের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার কয়লা হাই স্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক গোলাম রব্বানী, পানিকাউরিয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দে, বিএসএইচ সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক এজিএম আয়ুব আলী, পদোন্নতিপ্রাপ্ত হিজলদী হাইস্কুলের সিনিয়র শিক্ষক কর্মস্থল পরিবর্তন পাটকেলঘাটার মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক দীপংকর কুমার ঘোষ ও খোর্দ্দ হাইস্কুলের মৃত্যুবরণকারী নৈশপ্রহরী রজব আলীর স্ত্রী সালেহা খাতুনকে সর্বমোট ৩ লাখ ৬৫ হাজার ৪শ’ ৫৫ টাকার চেক প্রদান করা হয়। এর আগে তাদেরকে ফুলেল সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সিনিয়র সহ.সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিলাহ শাহী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কল্যান সমিতির কর্মকর্তা মাস্টার শওকত হোসেন, সাংবাদিক মাস্টার সামছুর রহমান লাল্টু, মাস্টার সহিদুল ইসলাম, শিক্ষিকা শাহানাজ খাতুন, মাস্টার আব্দুর রউফ, মাস্টার দিলীপ পাল প্রমুখ।