কলারোয়ায়ী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি রিংকু গ্রেপ্তার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী রিংকু (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা পৌরসদরের ঝিকরা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
গতকাল শনিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াজ জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রিংকুকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়। তিনি শুনেছেন গ্রেফতারকৃত রিংকুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় মামলা রয়েছে। উল্লেখ্য-গ্রেফতারকৃত রিংকু সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার আসামি।