December 27, 2024
আঞ্চলিক

কলারোয়ার পালপাড়া বদ্ধভূমিতে ভাগবত আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন

 

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ার পালপাড়ায় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে ভাগবত আলোচনা সভা ও বদ্ধভূমিতে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কলারোয়া পৌরসভার উত্তর মুরারীকাটি পালপাড়া বদ্ধভূমি প্রাঙ্গনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পালপাড়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন- যশোরের কেশবপুরের দেবালয় ট্রাস্ট ও সচিবালয় স্পোর্টিং ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোটার  শ্রী শ্যামল সরকার। এসময় উপস্থিত ছিলেন-পালপাড়ার টালি ব্যবসায়ী সমিতির সভাপতি গোষ্ঠ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহযোগী অধ্যাপক শশী ভূষন পাল, গণহত্যার প্রত্যক্ষদর্শী আহত ত্রৈলক্ষ পাল, কুশি পাল, শিবুপদ পাল, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, পালপাড়ার টালি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ পাল ময়না, প্রশান্ত কুমার, প্রদীপ পাল, দিলিপ পাল, রীনা রাণী পাল প্রমুখ।

সন্ধ্যায় পালপাড়া বদ্ধভূমির শহীদদের গণকবরে আলোক প্রজ্জ্বলন করা হয়। এর আগে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতার দোষরা ১৯৭১ সালের ২৯ এপ্রিল ওইস্থানে পালপাড়ার ৯ জন সনাতন ধর্মাবলম্বীসহ ১১ জনকে নৃশংস ভাবে হত্যা করে বলে জানা যায়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *