কলাপাড়ায় আশ্রয় নেয়া ভারতীয় জেলেরা সবাই ভালো আছেন
খবর বিজ্ঞপ্তি
ভারতীয় জলসীমায় মাছ ধরার সময় প্রাকৃতিক দুর্যোগে পড়ে বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয় নেয়া ভারতীয় জেলেরা সবাই ভালো আছেন। নিরাপদ আশ্রয়ে আছেন তারা। গতকাল মঙ্গলবার খুলনাস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না কলাপাড়া পরিদর্শন করেন এবং জেলেদের খোজ খবর নেই। এ সময়ে জেলেরা রায়নাকে পেয়ে সন্তোষ প্রকাশ করে জানান তারা সবাই নিরাপদ এবং সুস্থ রয়েছেন। বাংলাদেশের সংশ্লিষ্টরা তাদের প্রতি যথেষ্ট সহানুভুতিশীল রয়েছেন বলেও মন্তব্য করেন জেলেরা।
রায়না জানান, আমি সার্বিক বিষয়টি খোজ নিয়েছি। দুর্যোগের কারণে এসব জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার পর তাদের এদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে আশ্রয় দেয়া হয়েছে। ৫১৯ জন জেলে এবং তাদের ৩২টি মাছ ধরা ট্রলার সব কিছুই নিরাপদে আছে। এদের সবার বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের ২৪ পরগনায়। খুব শিঘ্রই আশ্রিত জেলেরা দেশে ফিরে যাবেন। বন্ধুত্বপূর্ণ এই আত্মিক সম্পর্কের জন্য রায়না বাংলাদেশের প্রশংসা করেন সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
কলাপাড়া পরিদর্শন শেষে রায়না পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেন এবং এই বিষয়ে বিস্তারিত খোজ খবর নেন। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে সাংবাদিকদের প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হয়।