December 27, 2024
বিনোদন জগৎ

কলকাতার চলচিত্রের গানে বাংলাদেশের নোবেল।

পশ্চিমবঙ্গের সব থেকে বড় গানের রিয়েলিটি শো সারেগামাপা এ অংশগ্রহণ করেছেন বাংলাদেশী প্রতিযোগী নোবেল। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। বাংলাদেশের মানুষ সহ কলকাতায় এখন বেশ জনপ্রিয় মাইনুল আহসান নোবেল।

আর তার এই জনপ্রিয়তা যখন তুঙ্গে ঠিক এই মুহূর্তে আসলো আরেকটি সুখবর। চলচ্চিত্রে গান গাইলেন মাইনুল আহসান নোবেল। তবে সেটি বাংলাদেশের চলচ্চিত্র নয় কলকাতার চলচ্চিত্রে । কলকাতার অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি তাঁর নতুন চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন এবং এই চলচ্চিত্রের গান গাইলেন মাইনুল আহসান নোবেল। সিনেমা সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র থেকে খবরটি পাওয়া গিয়েছে।  

এই গানটির সুর দিয়েছেন কলকাতার আরেক জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়। গানটি তারই লেখা। কিন্তু এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন না কেউই। এ বিষয়ে শ্রীজিৎ মুখার্জী বলেছেন আমার ছবির গান নিয়ে এখনই কিছু বলতে চাই না ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *