কলকলিয়া স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট কলকলিয়া জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার বিকেল ৩টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি সদস্য অনাদী বিশ্বাস, এসএমসি’র সদস্য রঞ্জন বালা, গোলক মহন্ত, শ্রীবাস পাড়ই, কলকলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরামন মন্ডল, ইউপি সদস্য নীহার রঞ্জন বাগচী, মহাদেব বিশ্বাস, আল্লাদী বিশ্বাস ও সাধনা মন্ডল। এসময় অত্র বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উক্ত বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় ৭৫জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।