কর্মী সংকটে ধুকছে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসা
যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র ব্যবসায় কর্মীর ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। পর্যাপ্ত কর্মীর অভাবে অনেকেই ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এটি বর্তমানে সংকটের পর্যায়ে পৌঁছেছে। রোববার (২১ আগস্ট) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিপেনডেন্ট বিজনেসের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, প্রায় অর্ধেক ছোট-ব্যবসায়িক মালিক জুলাই মাসে তাদের কর্মী ঘাটতি পূরণ করতে পারেনি, যা জরিপের পাঁচ দশকের মধ্যে সর্বনিম্ন।
এনএফআআবির প্রধান অর্থনীতিবিদ বিল ডানকেলবার্গ বলেছেন, আগে ছোট-ব্যবসার মালিকদের জন্য নিয়োগ কখনোই এত কঠিন ছিল না।
যদিও বর্তমান শ্রম বাজার সব ধরণের নিয়োগকর্তাদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে ছোট ব্যবসাগুলো বড় বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না। কারণ বড় করপোরেশনে অর্থনীতিক সুযোগ-সুবিধা অনেক বেশি। এ কারণেই ছোট ব্যবসায় কর্মী সংকট মারাত্মক আকার ধারণ করেছে।
জর্জটাউন ইউনিভার্সিটির পাবলিক পলিসির অধ্যাপক হ্যারি হোলজার বলেছেন, এটা সম্ভবত সত্য যে বড় ব্যবসায়ীরা বেশি অর্থ প্রদান করছে। ফলে ছোট ছোট ব্যবসাগুলো বেশ অসুবিধায় পড়েছে।