কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান
তথ্য বিবরণী
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে করোনাকালীন লকডাউনে ও আসন্ন রমজান মাসে দুইশত ৫০ কর্মহীন, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে মুজিববর্ষ উপলক্ষ্যে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার তুলে দেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) মোঃ ইউসুপ আলী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। খুলনা জেলার ৬৮টি ইউনিয়নের প্রায় দুইশত ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় গতকাল বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে উপহার বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ