November 27, 2024
জাতীয়লেটেস্ট

কর্মসূচি থেকে বিএনপির ৮ নেতা গ্রেফতার, মুক্তি দাবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তমিজ উদ্দিনসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বাকিরা হলেন- দোহার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান দেওয়ান, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মারুফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মর্তুজ আলী, ধামরাই উপজেলা বিএনপির দফতর সম্পাদক মিকাইল, বিএনপি নেতা আব্দুল হাই, জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা লাভলু।

সোমবার (১৬ জানুয়ারি) ১০ দফা দাবিসহ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শান্তিপূর্ণ কর্মসূচি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে নিপুণ রায় বলেন, ‘বর্তমান অবৈধ দখলদার সরকার তাদের মদদপুষ্ট অবৈধ ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিতেই দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করে সাধারণ জনগণকে জিম্মি করে বাড়তি অর্থ আদায় করছে। দেশের গণতন্ত্রকামী মানুষ বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে এক কাতারে যেভাবে দাঁড়িয়েছে, এতে অবৈধ হাসিনার সরকার ভীত সন্ত্রস্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে মদদ দিয়ে এবং তাদের পালিত গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে এসব আন্দোলন দমন করতে চাচ্ছে।’

নিপুণ বলেন, ‘সর্বক্ষেত্রে ব্যর্থ, জনগণের ম্যান্ডেডবিহীন এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গণগ্রেফতার চালিয়ে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। সরকারের সকল হামলা, মামলা, নির্যাতনকে উপেক্ষা করে এদেশের গণতন্ত্রকামী জনগণ অচিরেই রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলে ফ্যাসীবাদী সরকারের পতন ঘটাবে।’

ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে অবিলম্বে সকল আটককৃত রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং শান্তিপূর্ণ মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে হামলা বন্ধের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন: