কর্মকর্তাদের জন্য হচ্ছে ‘ই-মেইল পলিসি’: পলক
সরকারি কর্মকর্তারা এখনও দাপ্তরিক কাজে শতভাগ অফিসিয়াল ই-মেইল ঠিকানা ব্যবহার করছেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কর্মকর্তাদের সরকারি ই-মেইল ব্যবহারের বিষয়ে আইন তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার আগারগাঁওয়ের বিসিসি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে সকল কর্মকর্তাকে একটি সরকারি ই-মেইল ঠিকানা দেওয়া হয়, যার শেষে ডটগভ ডটবিডি রয়েছে।
“সরকারি কর্মকর্তাদের সরকারি ই-মেইল ব্যবহার করা উচিত। কারণ একজন ব্যক্তির কারণে পুরো দেশ সাইবার ঝুঁকিতে পড়তে পারে না। সরকার ইতোমধ্যে একটি ‘ই-মেইল পলিসি’ তৈরি করেছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”
আইসিটি বিভাগের আওতাধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) এবং এটুআইর উদ্যোগে সরকারি কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধিতে অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
পলক বলেন, সাইবার হামলা থেকে রক্ষা পেতে নিরাপত্তা সক্ষমতা তৈরির কোনো বিকল্প নেই।
এ ধরনের সক্ষমতা অর্জনে সরকারি-বেসরকারি খাত, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াকে এক সাথে কাজ করে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সাইবার হামলার মাধ্যমে দেশের বড় ধরনের ক্ষতি করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, “পুরো দেশ যেখানে ডিজিটাল হচ্ছে সেখানে ঝুঁকিও থাকবে। তবে সেই ঝুঁকি মোকাবেলায় রাষ্ট্র, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে অন্তত একটি অনলাইন কোর্স দেওয়ার কথা। এ জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক রাশেদুল ইসলাম, এটুআইর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, ডিএসএর পরিচালক তারেক বরকত উল্লাহ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এ হাকিম প্রমুখ বক্তব্য দেন।