কর্নেল তাহের হত্যাবার্ষিকীতে জাসদ’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে শহীদ কর্নের আবু তাহের হত্যার ৪৩তম বার্ষিকীতে জেলা জাসদের সভাপতি শেখ গোলাম মোর্তুজার সভাপতিত্বে এবং জাসদ নেতা কবির হোসেন হাওলাদারের এর পরিচালনায় বিকাল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আরিফুজ্জামান মন্টু, খালেক মুন্সি, চাঁন মিয়া, আকবর আলী সেখ, শ্রমিক নেতা শাজাহান সিরাজ, মহত সেখ, জাকির সেখ, বাচ্চু মিয়া, মোসারেফ হোসেন, নাছিমা, নিলুফা, নুরুল হক, ছাত্র নেতা, সুমন, তাজরিয়ান হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।