করোনা সম্পর্কে সচেতন করতে ২৯নং ওয়ার্ড কাউন্সিলরের লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, ফেরদৌসী আলম রিতা, ইলিয়াছ হোসেন লাবু, কেএম চঞ্চল, কাজী নজরুল ইসলাম, আল আমিন কবির, আশরাফুল হক মিলন, আব্দুল ওয়াদুদ খান, আব্দুল জলিল হাওলাদার, আলআমিন হাসান, সৈকত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।